দুই পক্ষের দন্ডের জের ধরে বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুরের প্রতিবাদে মিছিল সমাবেশ

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪; সময়: ৩:৫৩ অপরাহ্ণ |
দুই পক্ষের দন্ডের জের ধরে বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুরের প্রতিবাদে মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই পক্ষের দন্ডের জের ধরে বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর ও দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিচ্ছেন কুমার আমিন,ছাত্রদলের রিয়াসাদ করিম নয়ন, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দলের ১৬ বছরের দুঃসময়ে বিএনপি নেতা সাবেক এমপি আকবর আলী সংগ্রামের ভূমিকা রাখেন। ছাত্র জনতার আন্দোলনে যখন দেশ শেখ হাসিনার স্বৈরশাসন মুক্ত হয়েছে তখন এলাকায় এসে আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে এমপি আকবর আলী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে। তিনি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও দলীয় ব্যানার ভাঙচুর করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে