নওগাঁয় হাসপাতাল-ক্লিনিক থেকে ভুয়া নার্স অপসারণের দাবিতে মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্সদের অপসারণে মানববন্ধ করেছে সাধারণ নার্স ও মিডওয়াইফরা। আজ বেলা ১১টায় সিভিল কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- মুনিরা পারভীন, নাফিসা তাবাসসুম, ইসমাইল হোসেনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্স কারা এ বিষয়ে আইনে সুস্পষ্ট উল্লেখ থাকলেও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নার্স নিয়োগে কোনো নিয়মই মানা হচ্ছে না। ভুয়া নার্স -মিডওয়াইফ দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। এতে স্বাস্থ্য সেবা নিতে এসে ভুয়া ও অনিবন্ধিতদের কাছে নার্সিং সেবা নিয়ে প্রতারিত হচ্ছে মানুষ। এজন্য ৪৮ ঘন্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণে সময় বেঁধে দিয়েছে সাধারণ নার্স ও মিডওয়াইফরা। না হলে বৃহত্তর আন্দোলনের গড়ে তোলা হুশিয়ারি দেন মানববন্ধন থেকে।
পরে তারা সিভিল সার্জনেরর কাছে ভুয়া নার্সদের অপসারণে দাবিতে স্মারকরিপি প্রদান করেন।