নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪; সময়: ৪:০১ অপরাহ্ণ |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পালাশ, জেলা যুদলের সভাপতি শামিম আহম্মেদ, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।