পদ হারালেন সব সিটি মেয়ররা, প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক : দেশের সবগুলো সিটি করপোরেশনে মেয়রদের অপসারণ করেছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এছাড়াও আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
পদ হারানো মেয়ররা হলেন, ঢাকা দক্ষিণ সিটির শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটির আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটির রেজাউল করিম চৌধুরী, খুলনার তালুকদার আব্দুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালের আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুরের মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহের ইকরামুল হক টিটু, কুমিল্লার তাহসিন বাহার সূচনা, গাজীপুরের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভী।
আর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলী, ঢাকা উত্তরে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান এবং কুমিল্লায় নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালককে।
আর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহে বিভাগীয় কমিশনারদের সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে তাদের স্থলে প্রশাসক নিয়োগ করা হয়।
ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।
এরপর গত শুক্রবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
পরে রোববার তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। এতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে সরকার মনে করলে যে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। পাশাপাশি এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।