ক্ষতিগ্রস্ত এনায়েতপুরে থানার কার্যক্রম অন্য ভবনে চালু
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে চাঞ্চল্যকর ভাঙচুর ও হতাহতের ঘটনার ১৫ দিন পর বিকল্প স্থানে থানার কার্যক্রম আজ থেকে চালু করা হয়েছে। থানার দক্ষিণ পাশের সংস্থার একটি ভবন ভাড়া নিয়ে সোমবার সকাল থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এতে দীর্ঘদিন পর পুলিশী সেবা সহায়তা পেয়ে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
প্রথম দিন কোন মামলা না হলেও সাধারণ ডায়েরি হয়েছে কয়েকটি। নতুন দায়িত্ব পাওয়া থানার ওসি হাসিবুল আলম জানান, থানা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা নতুন করে ভাড়ায় ভবন নিয়ে পুলিশি কার্যক্রম শুরু করেছি। আমাদের যেকোনো সেবা দিতে এখন প্রস্তুত। প্রতিটি পুলিশই কার্যক্রম সততা ও নীতির সাথে পালন করার আমরা প্রত্যয় ব্যক্ত করছি।
এছাড়া থানা এলাকার পাঁচটি ইউনিয়নের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ মানে রাখতেও সর্বাত্মক ভূমিকা থাকবে আমাদের। এজন্য পুরো থানা বাসীর আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি।
অপরদিকে মানুমতি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার জানান, একটি অনাকাঙ্খিত ঘটনার পর এনায়েতপুর থানা কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় পুলিশে কার্যক্রম ব্যাহত হয়। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের অবহিত করলে থানার দক্ষিণ পাশে অবস্থিত আমাদের পুরো ভবনটি থানা পুলিশকে সেবা কার্যক্রম পরিচালনার জন্য দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষ এনায়েতপুর থানা ভাঙচুর ও অগ্নিসংযোগকালে সংঘর্ষে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সহ ১৫ পুলিশ এবং ৩ ছাত্র-জনতা নিহত হয়। এছাড়া হতে হয় ১৮ পুলিশ সদস্য সহ কয়েকশো ছাত্র জনতা। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।