নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪; সময়: ৫:৫৪ অপরাহ্ণ |
খবর > শিক্ষাঙ্গন
নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। সোমবার বিকেল ৩ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল বিভাগে নিয়মিত ক্লাস চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সকল বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি সম্পন্ন হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সেমিস্টার সম্পন্ন করতে পারবেন। কোন ধরনের সেশনজটে পড়তে হবে না। মতবিনিময় সভায় সকল বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।