আওয়ামী লীগ নেতার ছেলেকে পিটিয়ে হত্যা
পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জয়নাল আবেদীন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় আড়াইহাজার পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লার ছেলে।
নিহতের পরিবার সদস্যরা জানায়, রোববার সন্ধ্যায় জয়নাল বাড়ি থেকে বের হয়ে পৌর বাজার এলাকায় যান। এসময় আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের মারধরে জয়নাল মাটিয়ে লুটিয়ে পড়ে চিৎকার করার চেষ্টা করে। দুর্বৃত্তরা তার মুখে কাপড় গুজে মৃত্যু না হওয়া পর্যন্ত আঘাত করতে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা জয়নালকে মৃত ভেবে রেখে চলে যায়। খবর পেয়ে জয়নালের স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জয়নালের মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।