ডা. দীপু মনি আটক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪; সময়: ৭:৪৯ অপরাহ্ণ |
ডা. দীপু মনি আটক

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। ডিএমপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

তবে কোন মামলায় তাকে আটক দেখানো হবে, তা এখনো জানা যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে