প্রাণভয়ে পালিয়ে যাওয়া রাজশাহীর এক আওয়ামী লীগ নেতার ভারতে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের পর ভয়ে ভারতে পালিয়ে যাওয়া সাইদুল ইসলাম বাদল নামের রাজশাহীর এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়েছে (হার্ট এ্যাটাক) মারা যান তিনি।
মরহুম সাইদুল ইসলাম পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার। গত ৫ আগস্ট বিকেলে বাড়ি ছাড়েন তিনি। এর পর দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। নারী ছাড়া তার পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, তার পরিবার সূত্রে শুনলাম তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় হার্ট এ্যাটাকে মারা গেছেন। তার মরদেহ আনার প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবর পাওয়ার পরপরই ভারতের উদ্দেশ্যে রওনা হন সাইদুল ইসলাম। আশ্রয় নেন সীমান্তবর্তী মাঝাড়দিয়াড় চর এলাকায়। পরে চরের সীমানা পার হয়ে কোনো একসময় ভারতে চলে যান। সীমান্ত এলাকার ভারতের অংশেই তিনি অবস্থান করছিলেন। মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা, বাগডাড়া গ্রামের এক বাড়িতে সোমবার বেলা ১১টার দিকে মারা যান তিনি।
দামকুড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।