নওগাঁয় পার্সেল সার্ভিস থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪; সময়: ৫:৪৮ অপরাহ্ণ |
নওগাঁয় পার্সেল সার্ভিস থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় একটি পার্সেল সার্ভিসের স্টোররুম থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। দুপুরে শহরের চকমুক্তার দয়ালের মোড়ে অবস্থিত জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে এই গাঁজাগুলো উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শ্রীমঙ্গল শাখা থেকে আসা সাদা রংয়ের চায়ের ২টি বস্তা থেকে টেপ দিয়ে মোড়ানো ৬টি প্যাকেট থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এসময় পার্সেলের গাঁয়ে লেখা ছিল প্রাপকের নাম এম আর সুমন, নওগাঁ এবং প্রাপকের মুঠোফোন নম্বর দেওয়া ছিল। প্রেরকের নামের জায়গায় লেখা ছিল রাজীব ট্রি শ্রীমঙ্গল ও একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়ে এবং তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে এর সাথে যারা জড়িতদের তাদের গ্রেফতারের অভিযান চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে