শিবগঞ্জে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর-উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল ফারুক কুইকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল হক জোসি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কেতাব উদ্দিন, সদস্য সচিব আবদুর রহমান খোকা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাসসহ অন্যরা।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।