নওগাঁয় কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪; সময়: ৪:৫৬ অপরাহ্ণ |
নওগাঁয় কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁয় আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সকালে কলেজের মেইন ফটক বন্ধ করে কলেজের সামনের  রাস্তায় এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন- কলেজের অধ্যক্ষ নিয়োগ বানিজ্য, শিক্ষার্থীদের থেকে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং মাসিক বেতন এর নামে শিক্ষার্থীদের থেকে কয়েকগুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

এসব বিষয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কলেজ থেকে বহিষ্কারের হুমকি দেয়। এজন্য যতক্ষণ পর্যন্ত এই অধ্যক্ষ পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে