বসতবাড়িতে হামলার শিকার বিএনপি কর্মীর পরিবার, শ্লীলতাহানী’র অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের মাতাজি হাট এলাকার বিএনপি কর্মী এরশাদ হোসেন (৪০) এর পরিবারের উপর প্রতিপক্ষ স্থানীয় আওয়ামীলীগের নেতা বেলাল হোসেন ও তার পরিবার মিলে বসতবাড়িতে হামলা ও পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। পুর্ব শত্রুতার জের ধরে গত ১৮ আগস্ট রাতে প্রতিপক্ষিরা তার বাড়িতে হামলা চালায় বলে মহাদেবপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভুগী।
অভিযোগ সুত্রে জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে বিগত কয়েকবছর ধরে তাদের মধ্যে পারিবারিক সমস্যা দেখা দেয়। আওয়ামী সরকারের সময় অভিযুক্তরা ক্ষমতা দেখিয়ে ভুক্তভুগির ১৩শতাংশ ধানী জমি দখল করেছিলো। সরকার পতনের পর জমির প্রকৃত মালিক দাবী করা এরশাদ জমি ফেরত চাইতে গেলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে রাতে অভিযুক্ত বেলাল , মোজাহার, চঞ্চল হোসেন সহ অজ্ঞাত ৩/৪জন ভুক্তভুগীর বাড়িতে হামলা চালায়। বাড়িতে থাকা খরের পালায় আগুন দেয়। তার স্ত্রী আখী বেগমকে শারিরীক ও মানষিক নির্জাতন চালায় তারা। এবিষয়ে স্থানীয়ভাবে কোন সমাধান না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেন ।
ভুক্তভুগী জানান- দীর্ঘদিন তারা আওয়ামীলীগের ভয় দেখিয়ে তাদের নানানভাবে অত্যাচার করে আসছিলো। বসতবাড়িতে অতর্কিত হামলা এবং মারধোর করে অভিযুক্তরা । তার স্ত্রীকে শারিরিকভাবে নির্যাতন চালায় তারা। তার বোনকে লাঠি দিয়ে পিটিয়েছে । তাকে লাঠি শোঠা দিয়ে পিটিয়েছে । এর সঠিক তদন্ত এবং বিচার প্রত্যাশা করেছে স্থানীয় এই বিএনপি কর্মী।
এ বিষয়ে মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ রুহুল আমীন জানান- ভুক্তভুগী থানায় অভিযোগ জানিয়েছেন । অভিযোগ এর প্রেক্ষিতে তদন্তের কাজ চলমান রয়েছে । তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে ।