সিরাজগঞ্জের তাড়াশে র‍্যাবের অভিযানে ৮১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪; সময়: ৫:৫৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের তাড়াশে র‍্যাবের অভিযানে ৮১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চর হামকুরিয়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক। আটকৃতরা হলো

রাজশাহী জেলার কর্ণহার থানার বড় মত্তপাড়ার মাইনুল ইসলাম (২৯),  বেজোড়ার ফারুক হোসেন (২৮), কর্মহারের জুবাইর ইসলাম (২০)।

র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম এর দিকনির্দেশনায় সিরাজগঞ্জের হাটিগুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন চরহামকুরিয়ায় র‍্যাব সদস্যরা অবস্থান নেয়। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একাশি কেজি গাঁজাসহ ঐ ৩ মাদক ব্যবসায়ীকে আটক ও জব্দ করা হয় ট্রাকটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে  জেলার তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে