সারাদিন চলবে টিএসসিতে গণত্রাণ কার্যক্রম
পদ্মাটাইমস ডেস্ক : বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ কার্যক্রম চলবে।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
টিএসসি থেকে বৃহস্পতিবার রাতেই ফেনীর উদ্দেশে রওনা হয়েছে ট্রাক বোঝাই ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশেও ছেড়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ট্রাক।
এদিকে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে ফান্ড রেইজিংয়ের জন্য মোবাইল ব্যাংকিং নম্বর দিয়েছেন। বিকাশ (মার্চেন্ট)– ০১৮৮৬৯৬৯৮৫৯, নগদ (মার্চেন্ট)– ০১৮৮৬৯৬৯৮৫৯ ও রকেট (মার্চেন্ট)– ০১৮৮৬৯৬৯৮৫৯৭। পোস্টে তিনি এগুলো ফান্ড রাইজিংয়ের একমাত্র মোবাইল ব্যাংকিং নম্বর বলেও উল্লেখ করেন।
অপরদিকে, বুধবার (২১ আগস্ট) এক বিবৃতিতে সারাদেশে রেসকিউ ও ত্রাণ বিতরণ চালু করতে একটি পাবলিক ফান্ড রেইজিংয়ের উদ্যোগ নেয়ার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার।