চলে গেলেন বাঘার আব্দুল হালিম মাষ্টার

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪; সময়: ৭:০১ অপরাহ্ণ |
চলে গেলেন বাঘার আব্দুল হালিম মাষ্টার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : অবসরপ্রাাপ্ত প্রধান শিক্ষক ও বাঘা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্টাতা সাধারন সমপাদক আব্দুল হালিম মোল্লা ওরফে (৭৫)  হালিম মাষ্টার শুক্রবার (২৩-০৮-২০২৪) দুপুর সোয়া ২টায় উচ্চ রক্তচাপ জনিত রোগে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার গড়গড়ি ইউনিয়নের খাঁয়েরহাট মধ্যপাড়া নিবাসী মরহুম আব্দুল হামিদ মোল্লার বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে সহ বহু গ্রনগ্রাহি রেখে গেছেন। মরহুমের শেষ কর্মস্থল দাদপুর-গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৭ সালের ১৫ আগষ্ট অবসর গ্রহন করেন। তিনি সকলের প্রিয় মানুষ হিসেবে সমাদৃত ছিলেন।

জীবদ্দশায় সামাজিক কর্মকান্ড ছিল উন্নয়ন মুখি। পারিবারিক সুত্রে জানা যায়,  আজ রাত সাড়ে ১০টায় খায়েরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামা শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধন শিক্ষক আনজারুল ইসলাম।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে