স্বাস্থ্যের সাবেক এডিজি আহমেদুল কবীরের পদত্যাগ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪; সময়: ৮:৩১ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
স্বাস্থ্যের সাবেক এডিজি আহমেদুল কবীরের পদত্যাগ

পদ্মাটাইমস ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের সদ্য সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আহমেদুল কবীর পদত্যাগ করেছেন। তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন।

শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, আমি গত ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি ১৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরকারি চাকুরিতে প্রথম যোগদান করি। বর্তমানে আমার চাকুরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় পারিবারিক কারণে আমি ২২ আগস্ট ২০২৪ থেকে সরকারি চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে ইচ্ছুক।

এ অবস্থায় তিনি ২২ আগস্ট থেকে সরকারি চাকুরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণের অনুমতি প্রার্থনা করেছেন।

এর আগে গত ২২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আহমেদুল কবীরকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদ থেকে আইপিএইচ এর পরিচালক পদে বদলি করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে