ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় সৌদি আরব

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪; সময়: ৮:৩৭ পূর্বাহ্ণ |
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় সৌদি আরব

পদ্মাটাইমস ডেস্ক : ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের মদিনা আল-মুনাওয়ারা অঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তার অনেক স্থানে এখন-ও গাড়ি ডুবে রয়েছে। শনিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি মদিনা ইতোমধ্যে আল-হানাকিয়াহ ও খায়বারে ভারী বৃষ্টি, প্রবল বাতাস, দুর্বল দৃশ্যমানতা, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা এবং বজ্রঝড়ের বিষয়ে সতর্ক করেছে।

ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে