বন্যার্তদের এক দিনের বেতন দিলেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তারা
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
খবর > শিক্ষাঙ্গন
নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের কয়েকটি জেলার মানুষ। বানভাসীদের সহায়তায় এবার হাত বাড়িয়ে দিলেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা বন্যার্তদের সহায়তায় নিজেদের এক দিনের বেতনের টাকা দিয়েছেন ।
রোববার (২৫ আগস্ট) বন্যা দুর্গত এলাকায় সাহায্য প্রদানের লক্ষ্যে এই সহায়তা ফান্ডের জন্য সব কর্মকর্তা, কর্মচারীদের এমাসের বেতন থেকে এক দিনের বেতন কর্তন করে ফান্ডে প্রদান করা হয়েছে।
রাজশাহী মতিহার শাখার মাধ্যমে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমান টাকার পে-অর্ডার জমা করা হয়।