এক ম্যাচ হাতে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪; সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ |
খবর > খেলা
এক ম্যাচ হাতে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

রোববার (২৫ আগস্ট) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। ৩ উইকেট ও অপরাজিত ৯ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ওঠে রোমারিও শেফার্ডের হাতে।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, প্রথম ৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ৬৭ রান। মাত্র ১৫ বলে ৪২ রান নিয়ে রীতিমতো টর্নেডো বইয়ে দিচ্ছিলেন হেনড্রিকস। কিন্তু রোমারিও শেফার্ডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এ ব্যাটার।

শেষ পর্যন্ত নিয়মিত উইকেট পতনে ২ বল বাকি থাকতেই ১৪৯ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। স্বাগতিকদের পক্ষে শেফার্ড ছাড়াও ৩টি উইকেট নেন সামার জোসেফ।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দলগত ব্যাটিংয়ে ১৭৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শাই হোপ। প্রোটিয়াদের পক্ষে ৩টি উইকেট তুলে নেন উইলিয়ামস।

উল্লেখ্য, সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। একই মাঠে হবে ম্যাচটি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে