রাজশাহীতে সম্প্রতি রক্ষার আহ্বান জানিয়ে মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪; সময়: ১১:০৯ পূর্বাহ্ণ |
রাজশাহীতে সম্প্রতি রক্ষার আহ্বান জানিয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : দেশে চুরি ডাকাতি রোধ ও সম্প্রতি রক্ষার আহ্বান জানিয়ে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেভ দি ন্যাচার এন্ড লাইফ ও সচেতন ছাত্র জনতা।

শনিবার দুপুরে নগরীর হাতেমখান কলাবাগান এলাকায় সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র সমাজের পাশাপাশি নাগরিক সমাজকে সম্প্রতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সু-শাসনের জন্য নাগরিকের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সু-শাসনের জন্য নাগরিকের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক হেমায়েতুল ইসলাম আরিফ, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, শিক্ষার্থী জুলফিকার হায়দার, নিরাপদ সড়ক চাই রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ বিন আবিদসহ অরও অনেকেই।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে