রাজশাহীতে সংখ্যালঘুর জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪; সময়: ৪:৪৯ অপরাহ্ণ |
রাজশাহীতে সংখ্যালঘুর জমি দখলের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সংখ্যালঘু পরিবারের তিন ভবনসহ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগি নারী। রোববার দায়ের করা অভিযোগে মখলেস (৩০) নামের এক যুবক আসামী করা হয়েছে। মখলেস নগরীর মতিহান থানার ধরমপুর এলাকার দানেশ উদ্দিন সরকারের ছেলে।

মামলার বাদির নাম কল্পনা রায় ভৌমিক (৭০)। তার বাড়ি নগরীর মতিহার থানার কাজলা এলাকায়। যে জমিটি দখলের চেষ্টা করা হয়েছে সেই বাড়ির তৃতীয় তলায় একটি ফ্লাট কিনে বসবাস করেন তিনি। এই ভবনে জমির ক্রয় সূত্রে মালিক প্রদীপ্ত কুমার মিত্র শোভন।

কল্পনা রায় অভিযোগ করেন, গত ২৪ আগস্ট ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চুর উপস্থিতিতে জমির মালিকরা মাপজোক করছিল। হটাৎ করে বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে এসে জমির মালিক দাবি করেন মখলেস। এর পর সে বাড়ির উত্তর দিকের প্রাচীরটি জোর পূর্বক ভেঙ্গে দেয়। এ সময় প্রতিবাদ করতে গেলে মখলেস জমির মালকদের সঙ্গে অসভন আচরণ করে এবং জমিটি জোর পূর্বক দখল করার জন্য তার লোকজনকে নির্দেশ দেন। এ সময় আমাকে দেখে নেয়ার কথা বলে ভয়ভীতিসহ হুমকি ধামকি দেয়। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন কল্পনা রায় ভৌমিক।

মতিহার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে