বাঘার তিন মামলায় আসামী ৪৩৪
জেষ্ঠ্য প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় একদিনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি (সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী)শাহরিয়ার আলমকে আসমাী করা হয়েছে। এই মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী রয়েছে ৩০ জন।
অপরটিতে বাঘা পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুন হোসেনকে প্রধান আসামী করে ১৪১ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় অজ্ঞাত আাসামী ১৫০ জন। মামলা দুটির একটি ২৭ আগষ্ট, আরেকটি ২৬ আগষ্ট রাতে নিয়মিত মামলা হিসেবে রজু করা হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) জেলা ছাত্রদলের আহবায়ক, বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ের বামনডাঙ্গগা গ্রামের মাহাবুব আলমের ছেলে সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এবং বাঘা উপজেলা ছাত্রদল কর্মী, পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের আশরাফ মুল্লিকের ছেলে জাহিদ হাসান বাদি হয়ে পৃথকভাবে এ মামলা দুটির অভিযোগ করেন।
জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার মামলার এজাহারে উল্লেখ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে, সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীও অস্ত্র ঠেকিয়ে ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা নতুন বাসস্ট্যান্ডের রাকিবের দোকান থেকে হত্যার উদ্দেশ্যে চোখ মুখ বেধে তুলে নিয়ে যায়। সেখান থেকে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারপিট করে। পরের দিন বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভালভার ঠেকিয়ে গুলি করে এবং পায়ের তিনটি নখ উপড়ে দেয়। সপ্তাহব্যাপি নাটকীয় টর্চার শেষে ২৮ মে মামলা দিয়ে ঢাকা কোর্টে চালান দেওয়া হয়।
ছাত্রদল কর্মী জাহিদ হাসান তার মামলার এজাহারে অভিযোগ করেছেন চলতি বছরের ২৫ আগষ্ট সকাল ১১টায় মামুন হোসেন, শাহিনুর রহমান পিন্টু, রোকনুজ্জামানসহ পদধারি আওয়ামী লীগের সংঘবদ্ধ নেতামর্কীরা দেশী-বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে মুদিখানার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর,অগ্নি সংযোগ ও বিস্ফোরক ঘটাইয়া জনমনে আতঙ্ক সৃঠি করে।
এর আগে গত ২৫ আগষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মখলেছুর রহমান মুকুল বাদি হয়ে রাজশাহী-৬ আসনের (বাঘা-চারঘাট) সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে চাঁদাবাজি, পকেট থেকে টাকা বের করে নেওয়াসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বাঘা থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে গত ৩ আগষ্ট রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে অবস্থান করাকালিন সময় মামলার আসামীরা দেশি-বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনা ঘটায়। এসব মামলায় আ’লীগের পদধারি নেতা-কর্মীদের নাম রয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বাক্কার সিদ্দিক বলেন, আত্নগোপনে থাকা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান চলছে।