তানোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে চোর সন্দেহে ১ যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। নিহতের নাম সোহান আলী (১৮)। তিনি তানোর উপজেলার ইলামদহি গ্রামের মৃত সামসুদ্দীনের পুত্র।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এঘটনায় নিহতের বড় বোন সারমিন আক্তার বাদি হয়ে ১০জনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে ইলামদহি বাজারে সাবেক ইউপি সদস্য রফিকুলের মুদি দোকানে চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে গণধোলাই দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় রাত ৩টার দিকে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, এঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিতি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।