পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী (৮৫)র মৃত্যু হয়েছে। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার পত্নীতলা ইউনিয়নের সম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পত্নীতলা থানা পুলিশ তাঁকে গার্ড অফ অর্নার প্রদান করেন এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় । সোলায়মান আলী বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকাল ৬ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
এ সময় সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম প্রমুখ।
জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর মৃত্যুত্বে একাত্তরের রণাঙ্গনের সহযাত্রীরা সহ স্থানীয় সুধীমহল শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।