গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪; সময়: ৭:১৭ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বাসের সাথে ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বুধবার(২৮ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিওসর সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী বাস ও গোদাগাড়ী থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে দুইজন গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে  নেয়া হলে কতব্যরত চিকিৎসক মূত্যু ঘোষনা করেন।

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে অটোরিকশার চালক মনিরুল ইসলাম(৪০) ও  একই গ্রামের  আব্দুল মান্নানের ছেলে মিলন হোসেন(৩৯)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকালে অটোরিকশা ও যাত্রীবাহীবাস মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনই মারা যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ঘাতক বাসটিকে আটক হয়। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তাস্তর করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে