রাসিকের নতুন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪; সময়: ৭:৩৪ অপরাহ্ণ |
রাসিকের নতুন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মদ আল মঈন পরাগ ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে রাসিকের কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার বেলা ১২টায় নগর ভবনে তাঁর দপ্তরে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, উপ-প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী রিপন, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-প্রধান কর নির্ধারক মিজানুর রহমান বুলেট, ব্যবসা পরিদর্শক রেজাউল করিম, ব্যবসা পরিদর্শক গোলাম রব্বানী, মোঃ শাকিল, মোঃ রায়হানুল ইসলাম, কার্যসহকারী সানারুল ইসলাম ছবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে