বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪; সময়: ৭:১৫ অপরাহ্ণ |
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিকেল ৪ টার সময় আত্রাই কলেজ বোর্ডিং চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে, এবং বৈষম্য কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে এক লক্ষ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই শাখার আমির ও উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার (পূর্ব ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা (পূর্ব) তালিমুল কুরআন সভাপতি আ: ন. ম. লুৎফর রহমান, নওগাঁ জেলা (পূর্ব) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাছির উদ্দিন, নওগাঁ জেলা (পূর্ব) বায়তুলমাল সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। এছাড়া আরও থানা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব,পাঁচুপুর ইউনিয়নের আমির সাহিন ইসলাম,থানা যুব বিভাগের সভাপতি এনামুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে