রাজশাহীতে হার্ট অ্যাটাকে যুবদল নেতার মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪; সময়: ৮:৪৬ অপরাহ্ণ |
রাজশাহীতে হার্ট অ্যাটাকে যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পারিলা ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক যুবদল নেতা আক্তার উজ্জামান হার্ট অ্যাটাকে মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার তেবাড়ীয়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আছর পারিলা ইউনিয়নের তেবাড়িয়া হাই স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় । এতে অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনসহ দলীয় নেতাকর্মীরা।

আক্তার উজ্জামানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা। তারা জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে