ইউক্রেনকে দেয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪; সময়: ১১:১০ পূর্বাহ্ণ |
ইউক্রেনকে দেয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) কিয়েভ জানায়, তিনদিন আগে বিধ্বস্ত হয় বিমানটি।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এই ঘটনা ঘটে। এতে ফাইটার জেটটির পাইলট নিহত হয়েছেন।

গত সোমবার (২৬ আগস্ট) ইউক্রেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত ২শ’ মিসাইল ও ড্রোন ছোড়ে রুশ বাহিনী। ওই হামলা প্রতিহত করতেই পাঠানো হয়েছিলো এফ-১৬ যুদ্ধবিমানটি। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই যুদ্ধবিমানগুলো সরবরাহ করে ন্যাটো।

চলতি মাসের শুরুতেই এফ-১৬ এর একটি চালান পৌঁছায় কিয়েভে। দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান চেয়ে আসছিলো ইউক্রেন।

এখন পর্যন্ত ডেনমার্ক ১৯টি, নেদারল্যান্ডস ২৪টি এবং নরওয়ে ৬টি এফ-সিক্সটিন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে