সাংবাদিকদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মতবিনিময় সভা

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪; সময়: ১১:১৮ অপরাহ্ণ |
সাংবাদিকদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জামায়াতে ইসলামী উপজেলা মিডিয়া বিভাগ’ এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামের আমীর আবু তালেব মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কোন প্রকার জঙ্গীবাদকে প্রশ্রয় দেন না বরং জঙ্গীবাদ নির্মূলে সর্বদা দেশের সুশাসনের জন্য কাজ করেন।’

এ সময় তিনি আওয়ামী সরকারের শাসনামলে দেশব্যাপী জামায়াতে ইসলামী কর্মীদের উপর বর্বরোচিত অত্যাচারের বর্ণনা দিয়ে তুলে ধরে বলেন, ‘গত সরকারের সময়ে আমাদের কোন নেতাকর্মী ঘরে ঘুমাতে পারেনি। সে সময় আমাদের একমাত্র আবাসস্থল হয়েছে বাঁশ বাগান, অথবা জঙ্গলে। যেখানে পোকামাকড় সহ নানা কীটপতঙ্গের অজস্র জ্বালাতন সহ্য করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০০৬ সাল থেকে এদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। এখন সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল। তাইতো সামনের প্রতিটা নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।

উপজেলা শাখার আমির ড. নুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুদ, ছাত্রশিবিরের জেলা পশ্চিম সভাপতি ইসরাইল হোসেন শান্ত প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মিডিয়া বিভাগের সদস্য জামিলুর রহমান সবুজ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে