ডিবি পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : সংবাদ সম্মেলন করে জনপ্রতিনিধিসহ রাজশাহী জেলা ডিবি পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করে অপপ্রচার করে তালিকাভূক্ত মাদক কারবারির এজাজুল হকের স্ত্রী রুবিনা বেগম ও তার দেবর একাধিক মাদক মামলার আসামী নাহিদ হক। এমন অভিযোগ করেছেন গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম।
শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে মনিরুল ইসলাম জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী হিসাবে প্রশাসনের তালিকাভুক্ত ও একাধিক মাদক মামলার আসামী এজাজুল হক ঝাবু, তার ছোট ভাই নাহিদ হক, তার চাচা জহুরুল মেম্বার ও তার ভাই ইব্রাহিম ক্রসফায়ারে এক পা হারিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গত ২৩ এপ্রিল সাম্প্রতিক সাড়ে ৬ কেজি হেরোইনসহ জেলা ডিবি পুলিশের এসআই এনামুল ইসলাম তাকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। মামলা থেকে বাঁচতে ডিবি পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।
তিনি আরও বলেন, জহুরুল ইসলাম মেম্বারের বিরুদ্ধে প্রতারণা ও মাদকের মামলাসহ মোট ৩টি, এজাজুল হক ঝাবুর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে ৪টি ও তার ছোট ভাই নাহিদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে ৪টি এবং ইব্রাহিমের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও তাদের মাদক সিন্ডিকেটের আরও সদস্য রয়েছে তাদের বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে।
মনিরুল ইসলাম আরও বলেন, ডিবির এসআই এনামুল ইসলামের সাথে আমার কোন সম্পর্ক নেই। তবে গত দুই বছর যাবত আমার এলাকা থেকে তিনি বেশ কয়েকজন মাদক কারবারিকে ধরে মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। এ কারণে তারা ক্ষুদ্ধ হয়েছে ডিবি পুলিশসহ আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। তাদের সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধের অভিযোগও সত্য নয় বলেও দাবি করে মনিরুল।