হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪, নিখোঁজ পাইলট
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪; সময়: ১০:৪০ পূর্বাহ্ণ |
খবর > আন্তর্জাতিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : পর্তুগালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
জানা গেছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও একজন। পাঁচজন আরোহীর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলেও পাইলটের খোঁজ মেলেনি।
কর্তৃপক্ষ জানায়, দেশটির লামেগো এলাকায় বিধ্বস্ত হয়ে দোরু নদীতে পড়ে যায় উড়োযানটি। যাত্রীদের সবাই ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রিলিফ ইউনিটের সদস্য। পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। নিখোঁজ পাইলটের সন্ধানে চলছে অভিযান।
এ ঘটনায় পর্তুগালে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।