‘দেশ গড়তে কোন সহিংসতা চায় না জামায়াত’

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪; সময়: ৩:০৩ অপরাহ্ণ |
‘দেশ গড়তে কোন সহিংসতা চায় না জামায়াত’

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভায় অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির আমীর ড.মওলানা কেরামত আলীর সভাপতিত্ব এতে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিমসহ মহানগর জামায়াতে ইসলামি ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির নেতৃবৃন্দরা বলেন, জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত পনের বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে। প্রতিশোধ যদি নিতে হয় জামাতেরই প্রতিশোধ নেওয়া উচিত।সেটা না করে আমরা দেশ গড়ার করার জন্য কাজ করছি।জামায়াত প্রতিশোধ নিচ্ছে না। প্রতিশোধ নিতেও চায় না।আমাদের পরিকল্পনা কিভাবে দেশটা নতুন করে সাজানো যায়।আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত।

এ সময় তারা পুলিশের সমালোচনা করে বলেন, অধিকাংশ মামলা ও নিযাতন রাজনৈতিক নেতৃবেৃন্দের আদেশে পুলিশের দারা সংঘটিত হয়েছে।তবে এই সকল মামলা দ্রুত সমাধান হবে বলে আশাব্যক্ত করেন তারা।

তারা বলেন,পুলিশ আমাদের নিযাতন করেছে। শুধু দেশের স্বার্থে পুলিশের থানাসহ ক্ষতিগ্রস্থ সকল সরকারি ও বেসরকারি স্থাপনাগুল আমরা গুছিয়ে দিয়েছি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে