স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে পান্নাকে
পদ্মাটাইমস ডেস্ক : ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।
শনিবার (৩১ আগস্ট) এশার নামাজের পর বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
ইসহাক আলী খান পান্নার বড় ভাইয়ের ছেলে মো. কামরুজ্জামান খান নাদিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ এশার নামাজ শেষে জানাজা পড়ে বনানী কবরস্থানে চাচার স্ত্রী সাবেক উপ-সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধনের কবরের পাশে চাচাকে দাফন করা হবে।
ইসহাক আলী খান পান্নার বড় ভাই জাফর আলী খান বলেন, ভারতের মেঘালয় পুলিশ শনিবার পৌনে ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ইসহাক আলী খান পান্নার মরদেহ হস্তান্তর করে। এর আগে গত মঙ্গলবার ২৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার মরদেহ বাংলাদেশে আনতে ভারত সরকারের কাছে আবেদন করি। মরদেহ হস্তান্তরের সময় উপজেলা প্রশাসন, বিজিবি ও আমরা উপস্থিত ছিলাম। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
১৯৯৪ সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী পান্না। ২০১২ সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং পরে বিভিন্ন উপ-কমিটি ও পিরোজপুর জেলা আওয়ামী সদস্য হয়েছিলেন তিনি।
ইসহাক আলী খান পান্না পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান পান্না।
পরে ১৪ দলীয় জোটগত নির্বাচনের কারণে সরে যেতে হয় তাকে। পেশাগত জীবনে বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা।