বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪; সময়: ৮:৫৮ পূর্বাহ্ণ |
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

পদ্মাটাইমস ডেস্ক : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ শনিবার (৩১ আগস্ট) সকালে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।

সাগরে নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বেশ কিছু জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ সময়ে দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে