২৭৩০ বন্যার্তকে ত্রাণ দিলো বিজিবি
পদ্মাটাইমস ডেস্ক : বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি। শনিবারও বন্যাদুর্গত এলাকার ২৭৩০ জনকে ত্রাণসামগ্রী এবং ১৮৯০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শনিবার (৩১ আগস্ট) বন্যাদুর্গত ফেনীর ফুলগাজীতে ৮০০ জন, পরশুরামে ৩০০ জন, ছাগলনাইয়ায় ৪০০ জন, দাগনভূঁঞায় ৩০ জনসহ মোট ১৫৩০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লার বুড়িচং-এ ৪০০ জন, লাঙ্গলকোটে ২০০ জন এবং ব্রাহ্মণপাড়ায় ৫০০ জনসহ মোট ১১০০ প্যাকেট; নোয়াখালী সদরে ৬০ জনকে এবং খাগড়াছড়ির পানছড়িতে ৪০ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর ফুলগাজীর তারাকুচা এলাকায় ৬৬০ জন, ছাগলনাইয়া সদরে ৬৯৫ জন এবং কুমিল্লার নাঙ্গলকোটে ৫৩৫ জনসহ মোট ১,৮৯০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।