এবার টকশোয় মুখোমুখি রোনালদো-কোহলি!
পদ্মাটাইমস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ও বিরাট কোহলি, ফুটবল-ক্রিকেটের দুই জনপ্রিয় তারকা। তর্কসাপেক্ষে বর্তমান সময়ের সেরা ক্রীড়াবিদও এই দুজন।
কোহলিকে রোনালদো ঠিক কতটা চেনেন সেটি সেভাবে সামনে না এলেও, পতুর্গাল সুপারস্টারের প্রতি ভারতীয় তারকার দুর্বলতার কথা কারও অজানা নয়। রোনালদোর শ্রম, খাদ্যাভ্যাস ও খেলায় তার নিবেদনের ভক্ত কোহলি। এবার সেই দুজন বসছেন মুখোমুখি টকশোতে!
তেমনি একটি ছবি সামনে এনেছে আইপিএলে কোহলির ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দুজনের পাশাপাশি বসে কথা বলার একটি গ্রাফিক্স ছবি শেয়ার করেছে।
যেমনটা পর্তুগিজ তারকার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখা যায়। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে একাধিক ভিডিও এবং সাবেক ফরাসি ফুটবলার রিও ফার্দিনান্দের সঙ্গে পাশাপাশি সোফায় বসে কথা বলতে দেখা যায় সিআরসেভেনকে।
আরসিবির পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি সোফায় মুখোমুখি বসে রয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ তারকা কোহলি এবং রোনালদো। সেই ছবি দেখে আঁচ করা যায়, রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির হয়েছেন বিরাট কোহলি। যার ক্যাপশনে লেখা, ‘বিরাট কোহলি x ক্রিশ্চিয়ানো রোনালদো = গোট স্কোয়ার। এটা মিস করার সাহস আছে? এই কোলাব ইন্টারনেটে আগুন ঝরাবে।’
বেঙ্গালুরুর করা ওই পোস্টটির কমেন্টে অনেকেই লিখেছেন, তারা ওই এপিসোড দেখতে চান। এখন পর্যন্ত রোনালদোর ইউটিউব চ্যানেলে সর্বাধিক ভিউ হয়েছে যে ভিডিওটি, সেটি ছিল ৪৭ মিলিয়ন। সত্যিই যদি রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির হন কোহলি, তাহলে নিঃসন্দেহে প্রচুর ভিউ হতে যাচ্ছে। এখন দেখার বিষয়– রোনালদোর চ্যানেল নাকি আরসিবির কোনো প্ল্যাটফর্ম এমন কোনো টকশো নিয়ে হাজির হয় এবং সত্যিই এমন কোনো ভিডিও ইন্টারনেটে আগুন ঝরায় কি না!
এর আগে আগস্টের শেষ সপ্তাহের শুরুতে নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের আমন্ত্রণ জানান আল-নাসরের এই পর্তুগিজ তারকা। যদিও তার চ্যানেলটি খোলা হয় চলতি বছরের ৮ জুলাই। তবে এবার নতুন করে ভক্তদের সাবস্ক্রাইব করার আহবান জানানোর পর হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। শুরুতে চ্যানেলটির নাম ‘ইউআর’ থাকলেও, এখন সেটি বদলে করা হয়েছে ‘ইউআর ক্রিশ্চিয়ানো’ বা তোমাদের ক্রিশ্চিয়ানো। চ্যানেলটিকে অনুসরণের ঘোষণা দিতেই ৯০ মিনিটে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে দ্রুততম এক মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়ার ক্ষেত্রে এটি নতুন মাইলফলক বলে উল্লেখ করেছে ফোর্বস।
রাতারাতি রেকর্ড তোলা সেই অনুসরণকারীর সংখ্যা দশ দিন পর (এখন পর্যন্ত) বেড়ে দাঁড়িয়েছে ৫৪.৫ মিলিয়নে। যেখানে এখন অবধি ১৮টি ভিডিও আপলোড করা হয়েছে। চ্যানেলটিতে রোনালদো ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতাসহ পরিবার, পুষ্টি, প্রস্তুতি, ইনজুরি পুনর্বাসন, শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত বিষয়াদি শেয়ার করার কথা জানিয়েছেন।