রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপকের অপসারণের দাবি
নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.মুসতাক আহমেদের অপসারণের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগের মাধ্যমে এ দাবি জানান তারা।
পরবর্তীতে শিক্ষার্থীরা লিখিত অভিযোগের অনুলিপি উপাচার্য দপ্তর ও সংশ্লিষ্ট বিভাগের সভাপতি বরাবর প্রদান করেন।
অভিযোগ পত্রে বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থীকে যৌন হয়রানি, বিভাগের তহবিল থেকে অর্থ আত্মসাৎ এবং সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে ঘটে যাওয়া গণহত্যাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
এছাড়াও অভিযোগপত্রে ড. মুসতাক আহমেদের বিরুদ্ধে আরো বেশ কিছু অনিয়মের কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সেমিস্টার পদ্ধতির বিধিমালা অনুযায়ী ক্লাস নেওয়ার কথা থাকলেও মুসতাক আহমেদ সেগুলোর তোয়াক্কা করেন না। একটি সেমিস্টারে তিনি ৫-৬ টি ক্লাসের মাধ্যমে কোর্স শেষ করে দেন। ইনকোর্সের নম্বর দেয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “নম্বর শিক্ষার্থীর খাতায় থাকে না, থাকে শিক্ষকের মাথায়।”
এছাড়াও বিভাগের সভাপতি থাকাকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পলাতক সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের সান্ধ্যকালীন কোর্সে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সম্পূর্ণ অনৈতিকভাবে এবং ব্যক্তিগত স্বার্থে প্রত্যয়ন পত্র প্রদানের অভিযোগও রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।
বিভাগের অর্থনৈতিক নথিপত্রে কিছু হিসাবের গড়মিল দেখা যায়। তিনি সভাপতি থাকাকালীন ছাত্রকল্যাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখিয়ে বিভাগের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অভিযোগগুলোর ব্যাপারে জানতে চেয়ে ড.মুসতাক আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।