নওগাঁয় বিদ্যুৎ বিভাগের অবহেলায় শিক্ষার্থীর প্রাণহানীর অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪; সময়: ৬:০০ অপরাহ্ণ |
নওগাঁয় বিদ্যুৎ বিভাগের অবহেলায় শিক্ষার্থীর প্রাণহানীর অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামে বিদ্যুৎ বিভাগের অবহেলায় কাফি (১৩) নামে এক কিশোরের প্রাণহানীর ঘটনা ঘটেছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত কাফি দোগাছী গ্রামের রাসেল শেখের ছেলে। সান্তাহার এইচএম একাডেমীতে ৬ষ্ঠ শ্রেনীতে পড়তো। তার মৃত্যুর পর বিচারের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শনিবার দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রিপ্লেসমেন্টের কাজ করে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কম্পানীর  (নেসকো) একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মিরা। এসময় তাদের অবহেলায় খুঠি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। রাতে বিদ্যুৎ সংযোগ দিলে ধানক্ষেতে থাকা মাছ মরে ভেসে উঠে। সকালে প্রাইভেট শিক্ষকের কাছে পড়া লেখা শেষে বাড়ি ফেরার সময় মাছগুলো দেখতে পায় কাফি। পানি থেকে সেগুলো মাছ সংগ্রহ করতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে কাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১ টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয় ঘেরাও করে। একইসাথে তারা প্রায় দুই ঘন্টা নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে দোষিদের বিচার দাবি করেন। পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

এ বিষয়ে নেসকো’র নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগের (উত্তর) প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হোননি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে