পত্নীতলায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪; সময়: ৯:৩৫ অপরাহ্ণ |
পত্নীতলায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

মাসুদ রানা,পত্নীতলা ( নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবান (১ সেপ্টেম্বর) বিকালে পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  নওগা-২ (পত্নীতলা ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খাঁন জোহা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি সামিনা পারভিন পলি,  থানা বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল হক, থানা বিএনপির যুগ্ম আহবায়ক আক্কাস আলী, যুগ্ম আহবায়ক সাজিজুর রহমান দুলাল, মাটিন্দর  ইউপি’র  সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, কৃষ্ণাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম পত্নীতলা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ, বণিক সেক্রেটারি  রক্তের  ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজান, জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,  থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাগর হোসেন প্রমূখ।

অপরদিকে একই দিনে পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ  জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আহ্বায়ক কমিটির সাবেক সদস্য , পত্নীতলা থানা আহবায়ক কমিটির সদস্য  খাজা নাজিবুল্লাহ চৌধুরী।  এ সময় উপস্থিত ছিলেন  পত্নীতলা থানা বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু পত্নীতলা থানা বিএনপি’র অন্যতম সদস্য ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, নজিপুর পৌর বিএনপি’র  যুগ্ম আহবায়ক এম আর মোস্তফা, জেলা ছাত্র দলের সহ প্রচার সম্পাদক রাকিবুল হাসান প্রমূখ।

শামসুজ্জোহা খাঁন জোহা বলেন  স্বৈরাচারী  শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার প্রেতাত্মারা রয়েগেছে  তাই সাবধানে থাকতে হবে বিভিন্ন সময়ে বিপদে ফেলতে পারে,  এখন প্রতিশোধ নেবার সময নয়, এখন দল গোছানোর সময়, যারা জমি দখল পুকুর দখল, অবৈধ কাজে জড়িত থাকবে তাদের দায়িত্ব আমরা নিবো না।

খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা  মাত্র  চার লক্ষ টাকার মামলায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১৫ বছর কারাগারে বন্দী রেখেছিল। তার বাসার চাকর  ৪ শ কোটি টাকার মালিক হয়, চোরের মাযের বড় গলা। তিনি আরও বলেন মানুষের কাছে পৌঁছাতে হবে ভালবাসা দিয় অস্ত্র দিয়ে নয়।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা এবং ছাত্র জনতার  আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা, দেশে ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরো কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় হাজার-হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যা কবলিত এসব মানুষ অসহায় জীবন-যাপন করছেন। বন্যা পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায়  প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবার সীমিত পরিসরে পালন করা হয়েছে ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে