রাজশাহীর নতুন পুলিশ সুপার আনিসুজ্জামানের যোগদান

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪; সময়: ১১:৪০ অপরাহ্ণ |
রাজশাহীর নতুন পুলিশ সুপার আনিসুজ্জামানের যোগদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নতুন পুলিশ সুপার আনিসুজ্জামানের যোগদান করেছেন। ১লা সেপ্টেম্বর রাজশাহীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। রাজশাহীর পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে সালামী প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) রেজাউল কবীর খান, সহকারী পুলিশ সুপার (এসএএফ), সরদার মোঃ মজনু-সহ রাজশাহী জেলা পুলিশের ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণ।

এরপর নতুন পুলিশ সুপার, রাজশাহী পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেন। এর অব্যবহিত পরে তিনি পুলিশ অফিসের কনফারেন্সরুমে জেলার সকল ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন এবং সবাইকে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে