চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪; সময়: ৯:৩৫ পূর্বাহ্ণ |
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

পদ্মাটাইমস ডেস্ক : চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে চিকিৎসকের শিডিউল রয়েছে তার। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য গিয়েছিলেন মির্জা ফখরুল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে