ফ্লাইটের ভেতর থেকে নাটকীয়ভাবে আটক বদির ক্যাশিয়ার সালাউদ্দিন
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪; সময়: ৯:৩১ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : ইয়াবা কারবারে বিতর্কিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাউদ্দিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব।
তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।