আমেরিকায় কেন সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়?

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪; সময়: ৭:০০ পূর্বাহ্ণ |
আমেরিকায় কেন সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়?

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার ‘লেবার ডে’ বা শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হয়।

১৮০০ সালের পর, যখন কিনা আমেরিকান শ্রমিকরা খামারের কাজ ছেড়ে কারখানায় কাজ করতে শুরু করে, সেই সময়ই এই ‘লেবার ডে’র গোড়াপত্তন হয়। এর আগে, শ্রমিকদের দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহের সাত দিন কাজ করার নিয়ম প্রচলিত ছিল।

এরপর দিনে দিনে আমেরিকার শ্রমিকেরা নিজেদের সুসংগঠিত করে তোলে এবং দৈনিক শ্রমঘণ্টা ১২ থেকে কমিয়ে ৮ ঘণ্টা করা, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং কাজের পরিবেশ উন্নত করারসহ বেশ কিছু দাবি তোলে।

পাশাপাশি ইউনিয়ন নেতারা তাদের কাজের প্রাপ্য সম্মান ও ছুটির জন্য কর্তৃপক্ষের প্রতি চাপ প্রয়োগ অব্যাহত রাখে।

পরে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৯৪ সালে সেপ্টেম্বরের প্রথম সোমবার শ্রমিক দিবস পালন ও ওইদিন সরকারি ছুটি ঘোষণা করেন।

সাধারণ মানুষ কংগ্রেসের এই সিদ্ধান্তের পর ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবার আনন্দে প্যারেড, পিকনিকসহ নানারকম অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।

যুক্তরাষ্ট্রজুড়ে ‘লেবার ডে’-তে মানুষ লম্বা ছুটি উপভোগ করে, অনেকেই পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যায়। সূত্র- ভয়েস অব আমেরিকা

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে