পাকিস্তান পিছিয়ে কিনা যা বললেন কোচ গিলেস্পি
পদ্মাটাইমস ডেস্ক : নতুন দায়িত্ব নিয়েই বেশ বিপাকে পড়তে হয়েছে পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পিকে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানেই সিরিজ হারের সম্ভাবনায় আছে স্বাগতিক দল।
বাংলাদেশের সামনে ৫ম দিনের খেলা পুরোটাই বাকি। দরকার ১৪৩ রান। এমন অবস্থায় পাকিস্তানের চাই বল হাতে দারুণ কিছু স্পেল। তবে ৫ম দিনে বাংলাদেশই মাঠে নামবে ফেবারিট হিসেবে।
চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান কোচ জেসন গিলেস্পিও বললেন নিজেদের পিছিয়ে থাকার কথা, ‘বলতে দ্বিধা নেই, এ মুহূর্তে বাংলাদেশই এগিয়ে। বাংলাদেশ ভালো খেলেছে, এটা বলতেই হবে।’
জেসন গিলেস্পি অবশ্য কন্ডিশনের ওপর দোষ চাপাতে রাজি নন। বাংলাদেশের কৃতিত্ব দেয়ার পাশাপাশি আঙুল তুললেন নিজেদের বোলিংয়ের ওপর, ‘কন্ডিশন নিয়ে আমি খুশি, কোনো আপত্তি নেই।
আমাদের পরিকল্পনা হয়ত কাজে আসেনি। আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম, তা করতে পারিনি। প্রতিপক্ষ শক্তিশালী। বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত।
নিজেদের ভুলটাও পাকিস্তান কোচের কাছে স্পষ্ট, ‘কন্ডিশন দেখে আমাদের মনে হয়েছে এটাই সেরা কম্বিনেশন। আগের ম্যাচের পারফরম্যান্স প্রতিফলন করে আমরা এই ম্যাচে দল সাজিয়েছি। প্রথম ইনিংসে একটা সময় আমরা বাংলাদেশকে চেপে ধরেছিলাম। উইকেট বোধহয় একটু ডাউন ছিল। এসব ক্ষেত্রে আপনি উইকেটের খোঁজে থাকলে হবে না, এটা একটা ট্র্যাপ। আমরা সেই ভুলটাই করেছি।’
দ্বিতীয় টেস্টে বাদ পড়েছেন পাকিস্তানের পেস বোলিংয়ের অন্যতম বড় ভরসা শাহিন আফ্রিদি। এই নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল টেস্ট শুরুর পর থেকেই। গিলেস্পিকেও কথা বলতে হলো এই নিয়ে ‘আমরা ভাবছি শাহীন থাকলে হয়ত ভালো হতো।
যে অতীতে এসব ক্ষেত্রে অনেক ভালো করেছে। আমরা আসলে শাহীনকে তার সেরা ছন্দে চাই। যাতে সে সব ফরম্যাটে, যথেষ্ট ক্রিকেট খেলতে পারে। এখন প্রচুর খেলা। সে ফিট আছে, সেরা ছন্দে আছে এটা নিশ্চিত করা জরুরী, যাতে সে পাকিস্তানের হয়ে অনেক দিন খেলতে পারে।