ঢাকায় ঝুম বৃষ্টি, সড়ক-অলিগলি ডুবে ভোগান্তি
পদ্মাটাইমস ডেস্ক : কয়েকদিনের তীব্র গরমের পর আজ রাজধানীর বিভিন্ন জায়গায় ঝরছে বৃষ্টি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে অঝোরে বৃষ্টি শুরু হয় রাজধানীতে। এর ফলে গরমে অতিষ্ঠ প্রাণ-প্রকৃতিতে স্বস্তি মিললেও অনেককে পড়তে হয়েছে ভোগান্তিতে।
বিশেষ করে ভারী বৃষ্টিতে অনেক সড়ক-অলিগলি ডুবে যাওয়ায় বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের।
ভোর পাঁচটা থেকে মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে।
এসব এলাকায় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে রাজধানীবাসী যখন ঘুমে আচ্ছন্ন তখন থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঝুমবৃষ্টির শব্দে অনেকের ঘুম ভাঙে। সকালে কর্মজীবী মানুষকে বের হতে হয় বৃষ্টি উপেক্ষা করেই। নগরীর অনেক এলাকার সড়ক ও অলিগলিতে পানি জমে একাকার হয়ে গেছে। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের।
এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারাদেশে বৃষ্টির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।