‘সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল’

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪; সময়: ১২:৫৯ অপরাহ্ণ |
‘সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। শেখ হাসিনা বিদেশী মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত করে বিচার করতে লিখিতভাবে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। আশা করি যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে