শিবগঞ্জে সেই প্রতিবন্ধী পুনর্বাসনে পেলেন সুদমুক্ত ঋণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪; সময়: ৬:৪৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে সেই প্রতিবন্ধী পুনর্বাসনে পেলেন সুদমুক্ত ঋণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী আয়াতুল্লাহ আলীকে (২৫) পুনর্বাসনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেয়া হয়েছে। সম্প্রতি এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি উন্নয়নশীল দেশে হিসেবে জায়গা করে নিচ্ছে। ফলে সমাজসেবা মন্ত্রণালয় বিধবা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী উপবৃত্তি, বয়স্ক ভাতা প্রদানসহ ভিক্ষুক পুনর্বাসন-এসিডদগ্ধ, শারীরিক প্রতিবন্ধিদের পুনর্বাসন এবং নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। এ ঋণ পেয়ে আয়াতুল্লাহ’র মতো অনেকেই এখন পর্যন্ত স্বাবলম্বী হয়েছেন। বিশ্বাস করি আয়াতুল্লাহও এ ঋণ পেয়ে স্বাবলম্বী হতে পারবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামানসহ অন্যরা। জানা যায়, উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের শারীরিক প্রতিবন্ধী আয়াতুল্লাহ আলী অভাবগ্রস্থ হওয়ায় সুদমুক্ত ঋণ প্রদান কর্মসূচীর আওতায় তাকে ক্ষুদ্র ঋণ দেয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে