শিবগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন ২ শতাধিক বাড়িঘর-ফসলি জমি ও স্থাপনা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪; সময়: ৬:৫২ অপরাহ্ণ |
শিবগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন ২ শতাধিক বাড়িঘর-ফসলি জমি ও স্থাপনা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে দুই শতাধিক বাড়িঘর, ফসলি জমি ও স্থাপনা। এর মধ্যে উপজেলার পাঁকা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামও ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের গৃহবধূ সুইটি বেগম বলেন, কয়েকদিন আগে আমাদের বাড়ি পদ্মা নদীতে তলিয়ে গেছে।

বসবাসের ঠিকানা এখন নদীগর্ভে। ফলে পদ্মা নদী থেকে এক কিলোমিটার দূরে বাড়ি সরিয়ে নিয়েছি। একই গ্রামের বাসিন্দা আবদুল গণি বলেন, আমার বাড়িঘর পদ্মায় ভেঙে গেছে। তবে সবচেয়ে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন সুইটি বেগম। দুর্লভপুর ইউনিয়নের বাসিন্দা সমির উদ্দীন জানান, দুর্লভপুর ইউনিয়নে পদ্মা নদীতে অনেকের বাড়িঘর অনত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকে নদী ভাঙনের শিকার হয়েছেন। দ্রুত তাদের পুনর্বাসনের দাবি জানান তিনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নে চলতি বন্যা মৌসুমে ১৫০টি ঘরবাড়ি ভাঙনের শিকার হয়েছে।

এছাড়া গাছপালা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। তিনি আরো জানান, ভাঙনে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত হচ্ছে। তালিকা প্রস্তুত হলেই জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখায় পাঠানো হবে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, জেলার মহানন্দা, পুনর্ভবা ও পদ্মানদীসহ সব নদীর পানি কমছে। আশা করা যাচ্ছে- কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে